টেলিটকে এসে গেল ব্যালেন্স ট্রান্সফার সুবিধা

টেলিটক গ্রাহকদের জন্য দারুন খবর!
এসে গেল ব্যালেন্স ট্রান্সফার সুবিধা!!
এখন গ্রাহকরা টেলিটক থেকে টেলিটকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন.


আপাতত একবারে সর্বোচ্চ ৫০ টাকা ট্রান্সফার করা যাবে. এজন্য গ্রাহককে তার টেলিটক নাম্বার থেকে ডায়াল করতে হবে *124*1234*amount*number# এখানে 1234 হচ্ছে পিন নাম্বার, এরপর টাকার পরিমাণ (যত টাকা ট্রান্সফার করতে চান), তারপর এগারো ডিজিটের মোবাইল নাম্বার (যে নাম্বারে পাঠাতে চান).
যেমন: 0150000000 নাম্বারে দশ টাকা ট্রান্সফার করতে চাইলে ডায়াল করতে হবে *124*1234*10*0150000000# (এখানে ইচ্ছে করে এক ডিজিট কম দেখানো হল).
 বিস্তারিত টেলিটক এর ওয়েবসাইটে পাওয়া যাবে. 

Post a Comment

أحدث أقدم